রাঙ্গামা‌টিতে রি‌জিয়ন টি-টু‌য়ে‌ন্টি ক্রিকেট শুরু

NewsDetails_01

দীর্ঘ তিনবছর পর রাঙ্গামাটিতে শুরু হয়েছে রাঙ্গামা‌টি রি‌জিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট ।

আজ শ‌নিবার (২১ ডিসেম্বর) সকালে রাঙ্গামা‌টি মারী স্টে‌ডিয়ামে রাঙ্গামা‌টি রি‌জিয়নের পৃষ্ট‌পোষকতা ও রাঙ্গামা‌টি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ প‌রিষদের সা‌র্বিক ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের উ‌দ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ।

NewsDetails_03

‌পৌর মেয়র ও ক্রিকেট উপ প‌রিষদের আহবায়ক আকবর হোসেন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি এড.মামুনুর র‌শিদ মামুন, সাধারন সম্পাদক শ‌ফিউল আজম, যুগ্ম সম্পাদক আবদুস সবুর, জেলা প‌রিষদের সাবেক সদস্য ম‌নিরুজ্জামান মহসীন রানা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান।

উ‌দ্বোধনী খেলায় বীর‌শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃ‌তি সংসদ ৭ উইকেটে রাঙ্গামা‌টি স্পোর্টস একাডেমীকে পরা‌জিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বা‌চিত হন বিজয়ী দলের শা‌কিল। নকআউট পদ্ধ‌তিতে এ টুর্নামেন্টে ২১টি ক্লাব অংশ নিচ্ছে।

আরও পড়ুন