রাঙ্গামা‌টিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

রাঙ্গামা‌টিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মালম্বীরা।

আজ শুক্রবার (২৩ আগস্ট) এ উপলক্ষে শাহ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়েছে। পরে জেলা শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

NewsDetails_03

শোভাযাত্রাটি শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হিন্দু ধর্মালম্বীদের বিপুল সংখ্যাক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) মাঈন উদ্দীন চৌধুরী,পুজা উদযাপন পরিষদের সভাপ‌তি বাদল চন্দ্র দে,জেলা প‌রিষদ সদস্য স্মৃ‌তি বিকাশ ত্রিপুরা, ত্রি‌দিব কা‌ন্তি দাশ প্রমূখ।

আরও পড়ুন