রাঙ্গামাটি শহরে ১ম বারের মত শুরু হয়েছে মেয়র কাপ টেনিস টুর্নামেন্ট। স্টেশন ক্লাব টেনিস গ্রাউন্ডে আজ শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম, টুর্নামেন্টের সমন্বয়কারী মামুনুর রশিদ মামুন।

উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি শহরে টেনিস টুর্ণামেন্টের যুগ শুরুর সাথে নিজেকে সম্পৃত্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমন একটি উদ্যোগের জন্য তিনি পৌর মেয়রকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন,যুব সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি এ টুর্ণামেন্ট ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের জন্য আয়োজক কমিটিকে অনুরোধ জানান।
রাঙ্গামাটি টেনিস প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে জাবেদ-জাহাঙ্গীর জুটি। তারা এদিন কামাল-সুমন জুটিকে ৬-৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে।