রাঙ্গামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৭ডিসেম্বর) দুপুরে বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, অাগুনে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংলগ্ন মরহুম ইঞ্জিনিয়ার মোখলেস এর বাসায় আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অাগুনের সুত্রপাত হয়েছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে ।