রাঙ্গামা‌টি‌র বাঘাইছ‌ড়ি‌তে স্বশস্ত্র ক্যাডার আটক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ’র (প্রসীত গ্রুপ) সশস্ত্র ক্যাডার অনুপম চাকমা (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার (২জুন) দিনগত গভীর রাতে উপজেলার সাজেক ইউনিয়নের সীমানা ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

NewsDetails_03

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে সাজেক ইউনিয়নের সীমানা ছড়া এলাকা থেকে ইউপিডিএফ’র সশস্ত্র ক্যাডার অনুপম চাকমাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপ‌জেলা নির্বাচ‌নের সময় বাঘাইছ‌ড়ি‌তে সে‌ভেন মার্ডা‌রের মামলার অন্যতম তালিকা ভুক্ত সন্ত্রাসী অনুপম। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন