রাঙ্গামা‌টি চট্টগ্রাম রুটে চলছে ফ্রি বাস সা‌র্ভিস !

purabi burmese market

উৎসবমূখর প‌রিবেশে রাঙ্গামা‌টি চট্টগ্রাম রুচে দিনব্যাপী ফ্রি বাস সা‌র্ভিস চলছে ! আজ মঙ্গলবার (১৭মার্চ) সকাল ৬টা থেকে এ‌ সার্ভিস শুরু হয়। বেলা ১০টায় রাঙ্গামা‌টি আসনের সাংসদ দীপংকর তালুকদার ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও চট্টগ্রাম রাঙ্গামা‌টি মোটর মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি শহিদুজ্জামান মহসিন রোমানসহ মা‌লিক স‌মি‌তির অন্যান্য নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী শ্রদ্ধা-সম্মা‌নে স্মরণীয় ক‌রে রাখ‌তে দিনব্যাপী ফ্রি বাস সা‌র্ভিসের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রাঙ্গামা‌টি মোটর মা‌লিক স‌মি‌তির নেতৃবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্র‌তি শ্রদ্ধা জানানোর এমন কর্মসু‌চিকে স্বাগত জা‌নিয়েছে সাধারণ জনগণ। বিনা ভাড়ায় রাঙ্গামা‌টি চট্টগ্রাম রু‌টে যাতায়াত করতে পেরেছে বলে ভীষন খু‌শি তারা।

বাস মা‌লিক স‌মি‌তির সূত্রে জানা গেছে,চট্টগ্রাম রাঙ্গামা‌টি রুটে সবমিলিয়ে প্রতি‌দিন প্রায় ১০০টির মত গা‌ড়ি আসা যাওয়া করে। এতে করে টি‌কিট বি‌ক্রি হয় প্রায় ১০ লা‌খের কাছাকা‌ছি।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।