রাঙ্গামাটি ডিএসএ অনুর্ধ ১৬ ফুটবল শুরু
তৃনমুলে প্রতিভাবান ফুটবলার সৃষ্টির লক্ষে ১ম বারের মত রাঙ্গামাটিতে শুরু হয়েছে ডিএসএ অনুর্ধ ১৬ ফুটবল টুর্নামেন্ট। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্ট আয়োজন করছে।
আজ বুধবার (১৩নভেম্বর) বিকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে পুলিশ সুপার মোঃ আলমগীর কবির প্রধান অতিথি হিসাবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে ফিউচার ক্লাব ৪-০ গোলে জাগৃতি ক্লাবকে পরাজিত করে শুভ সুচনা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এড. মামুনুর রশীদ মামুন,বরুণ দেওয়ান, প্রীতম রায়,সাধারণ সম্পাদক শফিউল আজম, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,প্যানেল মেয়র মো.জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার তিন উপজেলা ক্রীড়া সংস্থাসহ ১৬টি ক্লাব অংশ নিচ্ছে।