বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ রোববার (২৯সেপ্টেম্বর) রাঙ্গামাটি সফর করলেন। রোববার দুপুরে সেনাবাহিনীর একটি নিজস্ব হেলিকপ্টারে করে আন্তঃ বাহিনী সভায় মিলিত হতে রাঙ্গামাটিতে আসেন তিনি।

এসময় সেনা প্রধানের সফর সঙ্গী ছিলেন, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউরসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
এদিকে সেনাপ্রধানের রাঙ্গামাটিতে আগমনে ফুল দিয়ে বরণ করে নেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এবং পুলিশ সুপার আলমগীর কবির।