রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভুটান পাড়া নামক এলাকায় গত ১০ এপ্রিল দিবাগত রাত এবং ১১ এপ্রিলে অজ্ঞাত রোগে বিনামতি ত্রিপুরা (৩৫) ও একই এলাকার নিলু কুমার ত্রিপুরা (২৮) দুই ব্যক্তি মারা যায় বলে জানা যায়। এই দুই জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা।
১ নং ঘিলাছড়ি ইউপি (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) স্বরসতি ত্রিপুরা জানান, কয়েক দিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে তারা মারা গেছে।
এদিকে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহলাঅং মারমা কে অবগত করলে তিনি একটি মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানান।
উল্লেখ্য যে, এলাকাটি দুর্গম হওয়াতে যোগাযোগের ব্যবস্থা অনুন্নত হওয়ার কারনে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে ডাঃ রুহলাঅং মারমা বলেন,ঘটনা শুনে আমি পর্যাপ্ত পরিমান ঔষধ নিয়ে মেডিকেল টিম প্রেরন করেছি। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে। তবে বর্ণিত গ্রামে বর্তমানে ০৪/০৫ জন অধিবাসী পাগলামি করছে বলে জানা যায়।