রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে “নারীর উন্নয়নে তারা বদলে যাচ্ছে- গ্রাম শহরে জীবন ধারা” এই স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা ৮ মার্চ বৃহষ্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা প্রমুখ। রাজস্থলী উপজেলা ওসি এলএসডি মোঃ নঈম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা, আরএইচস্টেপ প্রকল্পের ইউথ অফিসার সবুজ চাকমা, আজগর আলী খান, মোঃ হাবিবুল্লাহ মিজবাহ। সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।