রাজস্থলীতে চোলাই মদসহ আটক ২

NewsDetails_01

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ত্রিশ হাজার টাকার বাংলা চোরাই মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে রাজস্থলী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৪শে অক্টোবর রাত ৮ টার দিকে বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া এলাকা থেকে সিএনজি যোগে রাজস্থলী নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা টের পেয়ে ৫নং ইসলামপুর বাজারে অবস্থানরত পুলিশের বিশেষ টিমকে অবহিত করলে পুলিশের বিশেষ টিম সিএনজি গাড়ীটি তল্লাশী করে ২লিটার ৬৯টি বোতলে ১৩৮ লিটার চোলাই বাংলা মদ ও মংচিংপ্রু মারমা (৩২) কুদুমছড়া, বাঙালহালিয়া এবং সিএনজি ড্রাইভার মোঃ ওসমান (২৩) গাইন্দ্যা আমছড়া পাড়া, রাজস্থলীকে হাতে নাতে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিদের নামে আজ বুধবার রাজস্থলী থানা মামলা নং- ১, তারিখ- ২৪-১০-২০১৭ইং, মাদকদ্রব্য আইন ১৯৯০(২২)ক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ এস. এম. মাহাবুব আলম জানান।

আরও পড়ুন