রাজস্থলীতে পিতা হত্যার বিচার চেয়ে পুত্রের মামলা

purabi burmese market

রাঙ্গামাটির রাজস্থলীতে পিতা হত্যার বিচার চেয়ে রাজস্থলী থানায় মামলা করেছে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নোয়া পাড়া এলাকার মৃত আবদুর রসিদ প্রকাশ বাচা মিয়ার পুত্র ইকবাল হোসেন।

আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল) সে বাদী হয়ে রাজস্থলী থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল মৃত্যু আবদুর রসিদ কে নোয়াপাড়া ছড়ার নিছে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের নাম আব্দুর রশিদ(৪৮) প্রকাশ বাচা মিয়া। নিহত ব্যক্তি রাজস্থলী উপজেলা সদরের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের শরীরের চামড়া ঝলসানো অবস্থায় দেখা গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ মফজল আহামদ খান জানান, নোয়াপাড়া ছড়ার নীচে এক ব্যক্তির লাশ পড়ে আছে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পেয়ে রাজস্থলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরের দিন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পুত্র বাদী হয়ে রাজস্থলী থানায় অজ্ঞাত নামায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।