দিবসটি উপলক্ষে উপজেলা জনসংহতি সমিতির উদ্যেগে উপজেলা চত্ত্বর থেকে এক শোক র্যালী বের হয়। র্যালীটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা মিলানায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জন সংহতি সমিতির সাধারণ সম্পাদক ও ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চগ্যা, প্রধান অতিথি ছিলেন উপজেলা জন সংহতি সমিতির সভাপতি পুলুখই মারমা, বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনরঞ্জন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র বাচ্চু, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমাসহ উপজেলা, ইউনিয়ন জনসংহতি ও যুব সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গত ১০ই নভেম্বর সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন জনসংহতি সমিতির উদ্যোগে দলীয় কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ক্যসুই প্রু মারমা।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা জনসংহতি সমিতির সহ-সভাপতি পাইসাথোয়াই মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনসংহতি সমিতির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক থুইহ্লা মারমা, সাবেক পাহাড়ী ছাত্র পরিষদের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক পিপলস মারমা। শোক প্রস্তাব পাঠ করেন যুব পরিষদের রমতিয়া পাড়া কমিঠির সভাপতি বসু কুমার তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন জন সংহতি সমিতির বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক উষাথোয়াই মারমা। আলোচনা সভার পূর্বে প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমার ছবিতে পুষ্প মালা অর্পন ও ১মিনিট নিরবতা পালন করা হয়।