রাজস্থলীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

NewsDetails_01

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ১৮জন শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেয়া হয়।

NewsDetails_03

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন, সাংবাদিক আজগর আলী খান, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) অর্ক তনচংগ্যা বক্তব্য রাখেন।

পরিসংখ্যান অফিস সুত্রে জানা যায়, জনশুমারীর কাজে ব্যবহার করা এসমস্ত ট্যাব শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন