আমদানি শূল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ ০৩ জনকে গ্রেফতার করেছে রাজস্থলী থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারের বেইলী ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী বাজারে আমদানি শূল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি নিয়ে আসার খবরে অভিযান চালিয়ে রাজস্থলী থানা পুলিশের একটি টিম ০১ নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার বেইলী ব্রিজ এলাকায় একটি পিকআপ গাড়ি থেকে ২৯ বস্তা ভারতীয় চিনিসহ ৩জনকে আটক করে।
আটককৃতরা হলেন জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা ও লক্ষীজয় তঞ্চঙ্গা। এরা সবাই বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া ইউনিয়নের, ০৬নং ওয়ার্ডের বাসিন্দা।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।