উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন হয়েছে।
গত ১১ জানুয়ারী সকাল ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ এস.এম মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, সমবায় কর্মকর্তা মোঃ মনজুরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুন নবী খন্দাকার, উপজেলা প্রকৌশলী এ.এম.এম মনিরুদ্দিন আহাম্মেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু জাফর, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, উথান মারমা প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ ৩০টি স্টল বসে। মেলায় প্রতিটি স্টলে সরকারে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়।