রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান নিখোঁজ !
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ হবার অভিযোগ করেছেন তাঁর পরিবার। গত রবিবার সকাল ১২ টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাঁর পরিবার সূত্রে জানা যায়। নিখোঁজ হবার
প্রায় ১২ ঘন্টার পর গত রবিবার রাত ১২ টায় এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন আদোমং মারমার স্ত্রী ক্রানুবাই মারমা। চন্দ্রঘোনা থানায় নিখোঁজ ডায়েরি করছেন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম নিখোঁজ ডায়েরির কথা নিশ্চিত করে বলেন, যদিও নিখোঁজ এর স্থানটি রাজস্থলী থানা এলাকা পড়েছে, কিন্তু ভিকটিম এর বাড়ি চন্দ্রঘোনা থানা এলাকায়। আমরা খোঁজ খবর নিচ্ছি।
নিঁখোজ ডায়েরিতে তাঁর সহধর্মিণী উল্লেখ্য করেন গতকাল রবিবার সকাল ১০ টায় আমার স্বামী আদোমং মারমা বাসা থেকে রাজস্থলীর উদ্যােশে যাওয়ার জন্য বের হন, এরপর তিনি আর ফিরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।