রাজস্থলী উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী উবাচ মারমা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) ১৪টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা ছিল। কিন্তু নারী ভোটার ছিল দেখারমত।

NewsDetails_03

সন্ধ্যা ৭ টায় বেসরকারি ফলাফলে উপজেলার ১৪ টি কেন্দ্রে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭০৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২০১৮ভোট।

সন্ধ্যা ৭ টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

আরও পড়ুন