বান্দরবানের বোমাং সার্কেলের রাজা উচপ্রু চৌধুরী’র সহধর্মিণী প্রয়াত রাণীমা ডঃ মাওয়ংপ্রু’কে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বোমাং রাজার মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা।
আজ বুধবার (১৩ মে) দুপুরে বান্দরবানের জাদিপাড়াস্থ রাজবাড়ীতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় । পার্বত্য চট্টগ্রামের অন্যতম অনলাইন পোর্টাল পাহাড়বার্তা.কম এর সম্পাদক মো. সাদেক হোসেন চৌধুরী এবং নিবার্হী সম্পাদক এস বাসু দাশের নির্দেশনায় পাহাড়বার্তা.কম এর প্রতিবেদক রাহুল বড়ুয়া ছোটন,বিশেষ প্রতিবেদক ইয়াছিনুল হাকিম চৌধুরী, টংছিঃমিঙ এর স্বত্বাধিকারী অভিনাশ দাশ রানা, হ্লাথুই আটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্বাধিকারী হ্লা থুই চিং মারমা,ভাই-ভাই আটো পার্টস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রানা চৌধুরীপ্রমুখ।
রাজ পরিবারের সূত্রে জানা যায়, ১০ মে রোববার রাত পৌনে ১২টার দিকে বার্ধক্যজনিত কারনে বান্দরবান জেলা শহরের নিজ বাস ভবনে রানী ডঃ মাওয়ংপ্রু পরোলোক গমন করেন,মৃত্যুকালে রাণী মাতার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
রাজপুত্র চসিং প্রু বনি জানান, রাণীমাতার শেষকৃত্য অনুষ্ঠান আগামী ১৮মে বান্দরবানের কেন্দ্রীয় মারমা মহা শ্বশানে অনুষ্ঠিত হবে, সেই হিসাবে সার্বিক প্রস্ততি নেওয়া হচ্ছে। এদিকে রানী মাতার প্রয়ানে বান্দরবানের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।