রাবিপ্রবিতে প্রিমিয়ার লীগ ক্রিকেট উদ্বোধন

রাঙামা‌টি‌ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত “রাবিপ্রবি প্রিমিয়ার লীগ ক্রিকেট ২০২৫”-এর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

NewsDetails_03

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোনের উপ-অধিনায়ক মেজর মুকতাদির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহ্বায়ক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন—”খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা খেলাধুলা, সঙ্গীত এবং ইতিবাচক চর্চায় মনোনিবেশ করে, তারা সমাজের নেতিবাচক দিকগুলো দূর করতে ভূমিকা রাখে। আমি সকল শিক্ষার্থীকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও অন্যান্য সৃজনশীল কাজে অংশগ্রহণের আহ্বান জানাই, যাতে তারা বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।”

উদ্বোধনী খেলায় “স্ট্রাইকার্স অফ অঙ্কুর” বনাম “কমল স্মৃতি ফাউন্ডেশন” প্রতিদ্বন্দ্বিতা করে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে স্ট্রাইকার্স অফ অঙ্কুর ১১ রা‌নে জয়লাভ করে।

আরও পড়ুন