রামগড়ে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ২

purabi burmese market

খাগড়াছড়ির রামগড়ে এক স্কুল ছাত্রী (১৩)কে যৌন নিপীড়নের অভিযোগে মোহম্মদ আলী (২৪) ও মো: শাহীন (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা গত শুক্রবার(২৪মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী রামগড়ের পাতাছড়া বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে ও শাহীন একই এলাকার মামুনুল হকের ছেলে।

পুলিশ জানায়, গুইমারা কলেজিয়েট স্কুল বন্ধের পর ঐ স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী গত বৃহষ্পতিবার (২৩ মার্চ) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্তগ্রাম মানিকচন্দ্র পাড়ায় নিজ বাড়িতে যাওয়ার পথে বখাটে যুবক মোহাম্মদ আলী ও শাহীনের কবলে পড়ে। দৃত কার্বারীপাড়া নামক নির্জন পাহাড়ি রাস্তায় একাকী পেয়ে ঐ দুই যুবক মেয়েটিকে ধর্ষণের চেস্টা করে। এসময় তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে দুই যুবক পালিয়ে যায়।

পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম বলেন, এঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনদের পাঠিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করি। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করি।’ তিনি আরও বলেন, ওই দুই যুবক বখাটে ও মাদকাসক্ত।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে। গত শুক্রবার(২৪ মার্চ) খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেঁজুতি জান্নাতের আদালতে আসামীদ্বয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

dhaka tribune ad2

ওসি বলেন, আদালত দুই আসামীকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠিয়েছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।