রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ একজন গ্রেপ্তার

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামগড় থানার পুলিশ।

আজ ২৮ আগস্ট ভোর তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল খাগড়াছড়ি-রামগড় সড়কের নাকাপা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে জাম্বুরা ভর্তি (বাতাবিলেবু) একটি পিকআপে ফেনী ড-১১-০৫০৪ তল্লাশি চালিয়ে বাতাবি লেবুর বস্তার নিচে লুকিয়ে রাখা ১০বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করে এবং মোঃ ইব্রাহিমিয়া (২৪) পিতাঃ আব্দুল জলিল নামে একজনকে আটক করতে সমর্থ হয়।
ইব্রাহিম মিয়ার বাড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে বলে জানা গেছে।

NewsDetails_03

উদ্ধারকৃত ভারতীয় শাড়ির মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ। রামগড় থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন মোস্তফা ও উপ পরিদর্শক মোহাম্মদ ইরফান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর তিনটায় রামগড় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, এ ব্যাপারে রামগড় থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামাল, পিকআপ ও আসামিকে কোর্টে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন