রামগড় পর্যটন লেকের সৌন্দর্য রক্ষায় বিএনপি পরিবার
খাগড়াছড়ির রামগড় পর্যটন লেকের সৌন্দর্য রক্ষায় কচুরিপানা সহ লেক পাড়ের আগাছা পরিষ্কার করেছে রামগড় বিএনপি পরিবার। রামগড় পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে এই লেকটি বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতায় সংস্কার করা হলেও এবারে তার ভিন্নতা লক্ষ্য করা গেছে। রামগড়ের একমাত্র পর্যটন পার্ক সংলগ্ন লেকটি ইতিমধ্যে কচুরিপানায় ভরে উঠায় সৌন্দর্য রক্ষায় নিজ উদ্যোগে দায়িত্বভার গ্রহন করেন রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার ও সহযোগী অংগ সংগঠনের নেতা কর্মীগন।
আজ বুধবার (১৮ জুন) সকালে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়ার নেতৃত্বে দলটির নেতা কর্মীরা বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার-পরিচ্ছন্নতায় কাজ করে যাচ্ছে।

এদিকে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার থাকাকালীন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ জেলা বিএনপির বর্তমান সভাপতি ওয়াদুদ ভূইয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সময়ে দৃষ্টিনন্দন রামগড় পর্যটন পার্কটি তৈরি করেন। বর্তমানে লেকটি ময়লা আবর্জনা, কচুরিপানায় সৌন্দর্যহীন হয়ে পড়ায় উপজেলা বিএনপি নিজ উদ্যোগে লেক ও পার্কের পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্যোগ গ্রহন করায় রামগড়ের সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।
রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার হাতধরে এখন বিএনপি ক্ষমতায় না থাকলেও শুধু দায়বদ্ধতা ও রামগড়ের সৌন্দর্য রক্ষায় বিএনপি পরিবার বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার করা অব্যাহত রেখেছে।বৈরি আবহাওয়া উপেক্ষা করে এ কর্মসূচিতে অংশ নেয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান।
পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, বিএনপি ক্ষমতায় গেলে ফের লেকটি রক্ষা সহ শ্রীবৃদ্ধি করা হবে। আমাদের অর্ধশত নেতাকর্মী পরিস্কার অভিযানে অংশ নিয়েছে যা যতোদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এ অভিযান চলবে।