রামগড়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

purabi burmese market

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাজার চৌধুরী বৈদ্য পাড়ায় পিলাক নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে সেখানে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে ক্যাখাই মার্মাকে জরিমানা করেন রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।

তিনি বলেন, বালু ব্যবস্থাপনা আইনে ক্যখাই মার্মাকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।