রামগড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

purabi burmese market

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে প্রাননাশের হুমকি ও সারাদেশে বিএনপি জামায়াত কতৃক নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজ শনিবার (৪ জুন) বিকালে এ কর্মসুচি পালন করা হয়। রামগড়ের বিজয় ভাস্কর্য চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ বক্স সংলগ্ন চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর ও পৌর মেয়র রফিকুল আলম কামাল।

এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তবের জন্য ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ আহমদ মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, যুবলীগের নেতা লিটন দাসসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে, বিক্ষোভ মিছিল শেষে পুলিশবক্স সংলগ্নে সমাবেশে আগে কতিপয় বিক্ষুব্ধ যুবক পার্শ্ববর্তী একটি দোকানে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের নেতারা তাদের নিবৃত করে সরিয়ে দেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।