রামগড়ে আর্থিক অনুদান প্রদান করেছে ৪৩ বিজিবি

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাঁচটি প্রতিষ্ঠান ও ষাট জন গরীব, দুঃস্থ, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (২১ নভেম্বর)সকাল সাড়ে দশটায় রামগড় জোন সদরে প্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলের ৬০টি পরিবার প্রধানগণের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন জোন অধিনায়ক লে: কর্ণেল আনোয়ারুল মাজহার বিপিএম, পিএসসি।

NewsDetails_03

বিতরণ শেষে অধিনায়ক সাংবাদিকদের বলেন, চোরাচালান রোধ, সীমান্ত সুরক্ষারসহ আর্ত মানবতার সেবায় বিজিবি সবসময়ই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক উন্নয়নে বিজিবির সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে জানিয়ে অপরাধ দমনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় সুবেদার মেজর শাহ আলম, জোন এনসিও ঠান্ডু মিয়া,স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন