রামগড়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

purabi burmese market

খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।আজ সোমবার (৪ জানুয়ারি) এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কাটা হয়।

এতে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শের আলী ভুইয়া, রামগড় উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন,সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর),পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রদেশ ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন, কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল নুর, কামরুল, মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক ও আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক সমুহ প্রদক্ষিণ করে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।