রামগড়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ৩

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে প্রাণ আরএফএল গ্রুপ এর পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন, রামগড় পৌরসভার গর্জনতলীর সিএনজি চালক মোঃ জামাল উদ্দিন (৪৫) পাতাছড়া ইউনিয়নের মানিকচন্দ্র পাড়ার রামগড় সরকারি কলেজ পড়ুয়া ছাত্রী চিত্তরানী ত্রিপুরা (২০) ও স্থানীয় কৃষক হাবিবুর রহমান (৮০)।

NewsDetails_03

আজ বুধবার দুপুরে উপজেলার পাতাছড়া এলাকায় (কামাল মেম্বার)এর বাড়ির সামনে খাগড়াছড়ি -ফেনী সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাবিনা ইয়াসমিন জানান, বিকট শব্দ শুনে রাস্তায় গিয়ে দেখি খাগড়াছড়ি থেকে ফেনীগামী প্রাণ-আরএফএল গ্রুপের একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৫৯০) ও রামগড় থেকে পাতাছড়াগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তা একপাশে পরে আছে। সিএনজির চালক ও যাত্রীরা ভিতরে আটকে চিৎকার করছে। প্রতিবেশী ও পথচারীদের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত রামগড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে রামগড় থানার সেকেন্ড অফিসার এস আই মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালকসহ পিকাপভ্যান ও সিএনজি আটক করা হয়েছে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন