রামগড়ে পুলিশের সহায়তায় বৃদ্ধা মনোয়ারা ফিরে গেলো আপন ঠিকানায়
ছেলের বৌ এর অত্যাচার ৮০ বৎসরের বৃদ্ধা মনোয়ারা বেগম কে ঘরছাড়তে বাধ্য করেছিল। ঠায় হয় খাগড়াছড়ির রামগড় বাজারের বিভিন্ন দোকানের বারান্দায়। ব্যাবসায়ীদের সহায়তায় কোন রকমে খেয়ে না খেয়ে দিন যাচ্ছিল মনোয়ারার। স্থানীয় কয়েক জন ব্যাবসায়ী মানবিক কারনে তার খাবার দাবারের ব্যবস্থা করছিল।
প্রায় ৮০ বৎসরের বৃদ্ধা মনোয়ারা রামগড় উপজেলার দাতারাম পাড়ার মৃত আহম্মদ উল্লাহর স্ত্রী। ছেলে শাহজাহানের সাথে নিজ বাড়ীতেই থাকতো মনোয়ারা। মনোয়ারা জানান, ছেলের বৌ এর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে ঘর ছাড়তে বাধ্য হয়।
এদিকে রামগড় বাজারের ব্যাবসায়ীরা বৃদ্ধার উপর নির্যাতনের বিষয়ে পুলিশে খবর দিলে রামগড় থানার ওসি(তদন্ত) রাজিব কর বৃদ্ধা মনোয়ারার সহায়তায় এগিয়ে আসেন।
ও সি(তদন্ত)রাজিব কর জানান, খবর পেয়ে তিনি নাকাপা পুলিশ ক্যাম্প এর আই সির মাধ্যমে বৃদ্ধার ছেলে শাজাহানকে ডেকে তার হাতে মাকে তুলে দেন এবং ভবিষৎতে বৃদ্ধার উপর তার বৌ যাতে কোন রকম অত্যাচার না সে বিষয়ে তাকে সতর্ক করে দেন। বৃদ্ধা মনোয়ারা এখন সুস্থ অবস্থায় ছেলের সাথে নিজ বাড়ীতেই আছেন। পুলিশের এই মানবিক ভুমিকার প্রশংসা করেছেন স্থানীয় ব্যাবসায়ীরা।