রামগড়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।

আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে নেত্রীর জন্মদিনের আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনের নেতাকর্মীরা। পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। পরে প্রধানমন্ত্রী ও দলীয় নেত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সবশেষে কেক কাটার মাধ্যমে জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য শের আলী ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর), সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম জিকু, প্রদেশ ত্রিপুরা ও মোঃ শাহ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন