খাগড়াছড়ি জেলার রামগড়ে একই সময়ে, একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রশাসন আজ সোমবার (২৯ আগষ্ট) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
পৌর শহরের মাস্টারপাড়া সিনেমাহল এলাকা হতে পৌর ভবন এলাকায় এ ১৪৪ ধারা জারী করা হয়। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত রবিবার রাতে এ আদেশ জারি করেন।
দ্রব্যমূল্যেরর উর্ধগতি ও বিভিন্ন স্থানে নেতাকর্মী হত্যা, আহতের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি সোমবার (২৯ আগষ্ট) রামগড় পৌরভবন সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভুইয়ার বাসভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

অন্যদিকে, ছাত্রলীগ ঐদিন একই সময়ে শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভার কর্মসূচি নেয়। এ অবস্থায় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির আশংকায় প্রশাসন সভা সমাবেশ নিষিদ্ধ করে রবিবার রাতে ১৪৪ ধারা জারি করেন।
এদিকে, বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে রামগড়ের শান্ত পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে। রবিবার সন্ধ্যায় বাজার ও আশেপাশের এলাকায় কয়েকটি বাসা ও দোকানে হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভুইয়া ও তার ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদের বাস ভবন ও তার পৈতৃক বাসায় হামলা চালানো হয়। এছাড়া বাজারে অবস্থিত সাংবাদিক মো:বাহার উদ্দিনের শাহীন লাইব্রেরি, প্রিয়া কুলিং কর্ণারসহ ৪-৫টি দোকানে হামলার ঘটনা ঘটে।
বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগের মিছিল থেকে এ হামলা চালানো হয়। তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করেছে উপজেলা আওয়ামী লীগের নেতারা।