রামগড়ে বিজিবির অভিযানে ১৫টি গরু জব্দ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকা থেকে ১৫টি ভারতীয় গরু আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। সোমবার (৩০ মে) রাতে খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনীর কুল এলাকা হতে এসব গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানায়, কুরবানীর ঈদকে সামনে রেখে একটি চক্র অবৈধ ভাবে ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে গরু নিয়ে আসছে এমন তথ্য পায় বিজিবি। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান এর নির্দেশে রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ফেনী নদীর কুল এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারী দল। পরে সেখানে তল্লাশী চালিয়ে ১৫টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। বিজিবি আরো জানায় জব্দকৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে মাদক, গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।