খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দেবনাথ (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় পৌরসভার জগন্নাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন দেব নাথ জগন্নাথ পাড়া এলাকার মৃত মনোরঞ্জন দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানান, জগন্নাথ পাড়া এলাকায় স্থানীয় সাংবাদিক ফয়েজ আহমেদ মিলনের বাড়িতে বেড়া তৈরীর কাজ করছিলেন স্বপন। ড্রিল মেশিন দিয়ে কাঠ ছিদ্র করার সময় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।