রামগড়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

purabi burmese market

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিপন্ন প্রজাতির দুইটি লজ্জাবতী বানর উদ্ধার করেছেন স্থানীয়রা। উপজেলার রামগড় পৌর সভার ১নং পৌর ওয়ার্ডের বল্টুরাম টিলা বৈষ্ণবপাড়া গ্রামের সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার বাড়ী সংলগ্ন মিশ্র ফল বাগান থেকে লজ্জাবতী বানর দুইটি গত মঙ্গলবার (১ডিসেম্বর) দুপুরে উদ্ধার করা হয়।

রামগড় উপজেলা কারবারী এসোসিয়েশন এর সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা জানান, তার বাড়ির পাশের নিকট আত্নীয়ের মিশ্র ফল বাগানের গাছের ঢালে অদ্ভুদ আকৃতির বন্যপ্রাণী দেখতে পেলে স্থানীয়দের সহযোগীতায় বানর দুটিকে গাছ থেকে নামিয়ে খাচায় রেখে দেওয়া হয়। উদ্ধার হওয়া বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় প্রাণী দুইটি লজ্জাবতী বানর বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

আজ রামগড় উপজেলা রেন্জ কর্মকর্তার কাছে বানর দুইটি হস্তান্তর করা হয়েছে। লজ্জাবতী বানরগুলো গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে এ প্রজাতির বানর দেখা যেতো। এরা সাধারণত একা বা জোড়ায় ঘুরে বড়ায়। ইংরেজিতে Bengal slow loris বলে এবং এটি বাংলা ভাষায় লজ্জাবতী বানর বা লাজুক বানর নামে পরিচিত।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।