রামগড়ে মাস্ক না পড়ায় ২০ পথচারীকে জরিমানা

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে সরকারী সিদ্ধান্ত অমান্য করে মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২০ জন পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করেছে। এসময় প্রত্যেককে একটি করে মাস্ক দেওয়া হয়।

আজ শুক্রবার (২০নভেম্বর) বিকেলে রামগড় পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র।

NewsDetails_03

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এ বিধান না মানায় রামগড় পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ ২০ জন পথচারীসহ গত তিন দিনে মোট ৮৯ জন কে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় থানার এস আই একরামুল ও সার্ভেয়ার মোঃজাহাংগীর আলম ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আরও পড়ুন