রামগড়ে ৩৫০০ টাকা করে অনুদান পেল ১০১টি পরিবার

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে স্থানীয় ১০১টি অসহায় দুস্থ পরিবার ৩৫০০ টাকা হারে নগদ আর্থিক অনুদান পেয়েছে। উপজেলা ও শহর সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহষ্পতিবার (২রা সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

NewsDetails_03

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত অনুদান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ। প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম ও শহর সমাজ সেবা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।

অনুদানপ্রাপ্ত ১০১টি দুস্থ পরিবারের মধ্যে উপজেলার ২টি ইউনিয়নে ৬৮ এবং পৌরসভার ৩৩ টি পরিবার রয়েছে।

আরও পড়ুন