রামগড়ে ৪টি করাত কলে অভিযান
খাগড়াছড়ির রামগড়ে লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে চারটি করাত কল কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বব) দুপুরে রামগড় পৌর শহরের ৪টি করাত কলে অভিযান চালিয়ে (লাইসেন্স) বিধিমালার ২০১২ এর ১২ দন্ড বিধি মোতাবেক লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ৪টি করাত কলকে ভ্রাম্যমান আদালত ১২ হাজার টাকা জরিমানা করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা এবং করাতকলে ক্রয়কৃত এবং বিক্রিত কাঠ ও অন্যান্য বনজ দ্রব্যের উৎসের উল্লেখ সহ ক্রয়-বিক্রয় এবং চিরাই এর হিসাব সংরক্ষণ না করায় কাজী সমিল, কাশেম সমিল, ভূঁইয়া সমিল ও ফয়েজ স মিলকে এ জরিমানা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলতানুর আজিম ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান থাকবে।