রামগড় স্থল বন্দরের মৈত্রী সেতু-১ নির্মাণ কাজ পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রী

purabi burmese market

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত নদী ফেণীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থল বন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। রামগড়ের স্থল বন্দর দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টা দিবে বলে মন্তব্য করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শনিবার সকালে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে নির্মাণাধীন ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ফেণী নদীর উপর মৈত্রী সেতু ভারতের অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলে জানান তিনি।
এর আগে নৌ পরিবহন মন্ত্রীকে খাগড়াছড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।