মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সদর দপ্তর সীমান্তবর্তী সাবেক মহকুমা শহর রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালের দিকে খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তামান্না নাসরিন উর্মি’র নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকপার্কে মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্যে পুস্পার্ঘ অর্পন করে।
পরে বিজয় ভাস্কর্যে অনুষ্ঠিত আলোচনা সভায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (চ. দা) তামান্না নাসরিন উর্মি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো: মোস্তফা, মনছুর আহম্মদ, আওয়ামীলীগ নেতা কাজী নুরুল আলম, শের আলী ভুইয়া প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার ও তাদের সহযোগী মিজোবাহিনীকে পরাজিত করে রামগড়ের মাটিতে স্বাধীন বাংলার পতাকা উড়ায় বীর মুক্তিযোদ্ধারা।