রাজধানীর উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার সন্দেহভাজন হত্যাকারী ওবায়দুল খানকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার ভোরে নীলফামারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট (বুধবার) উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশে রিশাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঘটনার পরপরই ওয়ায়দুল খান আত্মগোপনে চলে যায়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তাকে ধরার জন্য অভিযান শুরু করে।
সূত্র : জাগো নিউজ২৪.কম