রুমায় কাজ করতে বাধ্য হলেন সেই জনপ্রতিনিধি !
বান্দরবানের রুমায় প্রশাসনের চাপের মুখে প্রকল্পের কাজ শুরু করতে বাধ্য হলেন পাইন্দু ইউপি চেয়ারম্যান!
গত মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকাল থেকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা তত্ত্বাবধানে রাস্তার সংস্কার কাজটি শুরু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম সহ আরও তিনটি নিউজ পোর্টালে রুমায় দুইটি প্রকল্পের টাকা জনপ্রতিনিধির পকেটে! শিরোনামে সংবাদ পরিবেশিত হয়।
সংবাদ পরিবেশিত হওয়ার পর উপজেলা প্রশাসন ত্রাণ শাখার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দৃষ্টি আকর্ষিত হয়। তারপর পাইন্দু ইউপি চেয়ারম্যানকে রাস্তা সংস্কার প্রকল্পের কাজ করতে নির্দেশ দেন। এতে বাধ্য হয়ে প্রকল্পের কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা।
কাজটি পরিদর্শন করেন প্রত্যক্ষ করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি জীবঙ্কর চাকমা। তাঁর সামনে ক্ষোভ প্রকাশ করে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, রুমা উপজেলায় অন্যান্য ইউনিয়নেরও প্রকল্প গুলো পরিদর্শনের দাবি জানান তিনি।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থসালে দুই লক্ষ ৭৩ হাজার ২৪৮ টাকার ব্যয়ে চাইরাগ্র পাড়া হতে সেঙ্গুম পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প গ্রহণ করে গত ৩০ জুন কোন কাজ না করেই প্রকল্পের সব টাকা উত্তোলন করে নেন চেয়ারম্যান।