রুমায় দুর্গা প্রতিমা বিসর্জন

বান্দরবানের রুমায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সার্বজনীন রুমা হরি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির ২০২৪ বিস্তারিত এক কর্মসূচি উদযাপন করে। গত ৯ অক্টোবর মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও দেবী মূখোমোচন এর উদ্বোধনের মধ্য দিয়ে চার দিনের কর্মসূচি শুরু হয়।

NewsDetails_03

আজ রোববার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় দেবীর দূর্গা প্রতিমা সাঙ্গু নদীতে নিয়ে যাওয়া হয়। এ সময় আনন্দঘন পরিবেশে ধর্মীয় প্রাণ সনাতন ধর্মাবলম্বী নর-নারী কিশোর-কিশোর সকল শ্রেণীর মানুষের সমাগমে ঘটে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপন হলেও এতে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের বিশেষ করে নারীদের উপস্থিতি লক্ষণীয় ছিল।

রুমা বাজার হরি মন্দির প্রাঙ্গন থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে সাঙ্গু নদীতে যাত্রার পথে জনসমাগমের ঢল নামে। তখন শিশু, কিশোর- কিশোরীরা একে অপরের রংবেরঙের আবীর মাখিয়ে দেয়।

অনুষ্ঠানটিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি ও পুলিশ দায়িত্ব পালন করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ও রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান দূর্গা প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন