বান্দরবানের রুমা উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে রুমা সেনা জোনের মাল্টিপারপাস হল রুমে এ সহায়তা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান রিজিয়নের এই আর্থিক সহায়তা দেন রুমা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ শাহরিয়ার ইকবাল ।

এসময় তিনি বলেন, আহতদের চিকিৎসায় কোনো সমস্যা হলে আরও সহযোগিতা করা হবে।
এর মধ্যে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিবারকে থাইক্ষ্যং পাড়ায় গিয়ে আর্থিক অনুদান দিয়ে আসে সেনাবাহিনীর সদস্যরা।
এসময় রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম ও বম সোসিয়াল কাউন্সিল সভাপতি ও দাব্রুক্ষ্যং মৌজা হেডম্যান লাল লিয়ান সম বম, রুমা জোনের সেনা কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
গত ২০ মার্চ বান্দরবানের রুমা-বান্দরবান সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ পাঁচজন নারী ও এক শ্রমিকসহ ছয়জন নিহত হয়। আহত ১৪ জনের মধ্যে এখনও ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।