রুমায় অগ্নিকান্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় দূর্গম এলাকায় অগ্নিকান্ডে আদিবাসী তিন পরিবারের বসতঘরসহ সব সয়সম্পতি পুড়ে ছাই হয়েছে। আজ ভোর সাড়ে তিনটায় রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের দুর্গম জনেরাং পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জনেরাং পাড়ার বাসিন্দা জনৈক বাসিংরাম ত্রিপুরা(৫৮) বাড়ি থেকে বুধবার ভোর সাড়ে তিনটায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পাড়াবাসীর ভাষ্য মতে, রাতের অগ্নিকান্ডের সূত্রপাতটি প্রথম বাসিরাম ত্রিপুরা দেখতে পান, পরে তিনি পাড়াবাসীকে জাগিয়ে দেন। ততক্ষণে তিন পরিবারের সব ক‘টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে চারশত আড়ি ধানসহ বাড়ি আগুনে ক্ষতিগ্রস্থ হয়। এঘটনায় ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে চার লক্ষ টাকা হতে পারে বলে ধারনা করছে স্থানীয় মেম্বার অনচন্দ্র। তিনি জানান, অগ্নিকান্ডে সংঘটিত পাড়াটি রুমা সদর হতে প্রায় ২২ কিলোমিটার পাহাড়ি পথে অবস্থিত।

আরও পড়ুন