রুমায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উহ্লা মং বহিষ্কার

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও রুমা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উহ্লামং মার্মাকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (১১ নভেম্বর) জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক (১) লক্ষীপদ দাস এ তথ্য নিশ্চিত করেন। আজ বহিষ্কার সংক্রান্ত একটি পত্র তাকে পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে উহ্লামংকে মার্মাকে বহিষ্কার করেন।

NewsDetails_03

জানা গেছে, জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে রুমা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উহ্লামং মার্মাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ফলে তাকে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ তুলে বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগ।

তবে রুমা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উহ্লামং মার্মা বলেন, ভুল প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জেলা আওয়ামী লীগ। এ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হবে।

আরও পড়ুন