সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর একটি দল রোববার সকাল থেকে রুমা সদর ইউনিয়নের পাহাড়ী এলাকায় অভিযান চালায়। নিরাপত্তাবাহিনীর দলটি কয়েকটি আফিম বাগান ধ্বংস করে দেয়। এসময় আফিম চাষের জড়িত থাকার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়। সেনাবাহিনী আটর্কৃতদের দুপুরে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুর ইসলাম শফিক জানান, আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি গালেঙ্গ্যা ইউনিয়নের বাচারদের পাড়ার বাসিন্দা দুইজনকে আফিম চাষাবাদের অভিযোগে আটক করেছিল সেনাবাহিনী।