রুমায় কৃষি ব্যাংকের ব্যাংকিং অনলাইন সার্ভিস চালু
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের অনলাইন ব্যাংকিং সার্ভিস চালু হয়েছে। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার তিন যুগের পর আধুনিকায়নের ব্যাংকিং ব্যবস্থায় অনলাইন সার্ভিস চালু হলো। এর ফলে ডিজিটাল ব্যাংকিং এর অংশ হিসেব এখন থেকে দেশের অন্য কোনো প্রান্ত থেকে কৃষি ব্যাংকের গ্রাহকেরা সকল আমানত হিসাব থেকে জমা ও উত্তোলন সুবিধা তৈরি হয়েছে।
রুমা শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হ্লাসুই থোয়াই মারমা আজ (৩ জানুয়ারি) সকালে তার কার্যালয়ে এক চা চক্রে পাহাড়বার্তা’কে তিনি একথা জানিয়েছেন।
তিনি পাহাড়বার্তা’কে বলেছেন ব্যাংকিং ব্যবস্থা ডিটিটালাইজ ও সাধারণ মানুষের দোরগোরায় ব্যাপক সেবা দিতেই অনলাইন ব্যাংকিং চালু করা হয়। এতে করে দুর্গম অঞ্চল হলেও এখানকার সাধারণ প্রান্তিক ক্ষুদ্র চাষিসহ ব্যবসায়ীদের অনলাইন সেবার সুবিধা পাচ্ছেন।
তবে এটিএম বুথ স্থাপন ও ক্রেডিট কার্ড চালু করা জরুরি বলে মনে করছে অনেকে।