স্থানীয়রা জানান, আজ দুপুরে একটি জীপ (চাঁদের গাড়ি) রুমার বেথেল পাড়ার কাছে পেছনে যাওয়ার সময় পেছনে থাকা লাল টান লিয়ান বমকে ধাক্কা দেয়। এতে বেথেল পাড়ার চার্চের দেয়াল ও গাড়ির চাপে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গাড়িটির কোন লাইসেন্স না থাকলেও পুলিশকে ম্যানেজ করে গাড়িটি রাস্তায় চলছিল বলে যানা গেছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে,গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।