উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বামং প্রু মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: রাজিব দাশ, পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কুমার চাকমা, কারিতাসের উপজেলা সমন্বয়কারী লাটেন, উপজেলা ট্যাকনিশিয়ান(ইপিআই) উবামং মারমা, হেলেন কেলার ইন্টারন্যাশনাল’র মা ও শিশুর পুষ্টি বিশেষজ্ঞ হ্লাথোয়াই মারমা ও চম্পা চাকমা প্রমুখ।
এর আগে সকালে ব্র্যাকের নতুন দিন কমিউনিটি মবিলাইজেশন কর্মসূচি বাস্তবায়নে “নিরাপদ প্রসব চাই স্বাস্থ্য কেন্দ্রে যাই” এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রুমা বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবার পরিকল্পনা কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি ও এনজিও কর্মীসহ স্থানীয়রা এ র্যালিতে অংশ নেয়।