রুমায় পাড়া প্রধান ও তার চার ছেলেকে হত্যার অভিযোগে ২২ জনকে গ্রেফতার

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবু পাড়া (পাড়াপ্রধান) কারবারীসহ পাঁচজনের হত্যা করার অভিযোগে ২২জনকে গ্রেপ্তার করেছে রুমা থানা পলিশ।

শুক্রবার রাতে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।

কারবারী ও তাঁর চার ছেলে সহ মোট পাঁচজনকে পরিকল্পিত খুন করার অপরাধে এজাহারভুক্ত আসামি হিসেবে এই ২২জনকে গ্রেপ্তার করা হয়।

NewsDetails_03

আজ(২৬ ফেব্রুয়ারি) শনিবার সকালে বান্দরবান জেলা আদালতে আসামিদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুমা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।

উল্লেখ্য যে, কুসংস্কার ও পাড়ার ঝুমের জমি বিরোধ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাতে রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবু পাড়া কারবারী (পাড়াপ্রধান) লকরুই ম্রো তাঁর চার ছেলেসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর পাঁচটি লাশগুলো গুম করার উদ্দেশ্যে আবু পাড়ার পার্শ্ববতী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেয়।

পরে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকালে লাশ পাঁচটি উদ্ধার করে করে রুমা থানায় নিয়ে আনে পুলিশের একটি দল।
গত শুক্রবার নিহত লেংঙি ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানা পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন